রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ আর ইচ্ছেমতো প্রণোদনা বোনাস দিতে পারবে না। এখন থেকে বোনাস নির্ধারণ করা হবে অপারেটিং প্রফিটের ওপর নয়, বরং নেট প্রফিটের ওপর ভিত্তি করে। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকার ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য কর্মদক্ষতাভিত্তিক বোনাসের বিস্তারিত নীতিমালা প্রকাশ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে বছরে সর্বোচ্চ তিনটি প্রণোদনা বোনাস দেওয়া যাবে এবং তা নিট মুনাফার ভিত্তিতে দিতে হবে। আরও বলা হয়েছে, ব্যাংকের পরিচালন মুনাফা থেকে ঋণ ও অগ্রিমের ওপর প্রভিশন, বিনিয়োগের...