আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সরকার। কিন্তু এই নির্বাচনে অংশ নিতে চাচ্ছে জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া শীর্ষ ছাত্রনেতাদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সংগঠনটির চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে। নির্বাচনে লড়াই করার জন্য ‘শাপলা’ প্রতীক চেয়ে গত বুধবার ফের নির্বাচন কমিশনে আবেদন করে এনসিপি। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত আবেদনটি ইসি সচিবের কাছে জমা দেয় হয়। আবার ই-মেইলের মাধ্যমেও পাঠানো হয় আবেদন। এর আগের দিন মঙ্গলবার ইসি থেকে জানানো হয়েছিল, প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীক বেছে নিতে হবে। আবেদনে দলটি আগের মতই শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা বরাদ্দ চায়। এর আগে গত ২২ জুন ইসিতে দল হিসেবে নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। তখন তারা দলীয় প্রতীক হিসেবে...