আসন্ন বিসিবি নির্বাচন নিয়ে অনেক জলঘোলা হয়েছে। বিভিন্ন অভিযোগও করা হয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া প্রার্থীদের পক্ষ থেকে। একটি বিষয় নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে বিসিবি নির্বাচনের এই উত্তপ্ত হাওয়া। হয়েছে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন। আকারে-ইঙ্গিতে নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ তোলা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে। সেসব বিষয় স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে যুব ও ক্রীড়া উপদেষ্টা সেসব অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, আইসিসি ও বিসিবির গঠনতন্ত্র মেনেই নির্বাচন হচ্ছে। আসিফ মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে এটা নিয়ে আদালতেও গেছে একটা বিষয়। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে, আইসিসির গাইডলাইন অনুযায়ী বিসিবির যে গঠনতন্ত্র আছে, সেটাকে ঠিক রেখেই আমরা নির্বাচন আয়োজন করতে।’ নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা দেখলেই নির্বাচন নিয়ে প্রশ্ন...