রাজধানীর গুলিস্তান এলাকায় রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আইনজীবী রফিকুল আলম চৌধুরীকে (৬১) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রফিকুল আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রফিকুল আলম চৌধুরী বাংলাদেশ আওয়ামী আইনজীবী সমিতির সদস্য ও কুমিল্লার মুরাদনগর থানার যুবলীগের সাবেক কর্মী। এর আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট গুলিস্তানের শহীদ মতিউর...