দুই বছরের গাজা যুদ্ধের ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও ভেসে উঠেছে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ফিলিস্তিন পরিকল্পনাকে কেউ দেখছেন ঐতিহাসিক সুযোগ হিসেবে, আবার কেউ বলছেন এটি কেবল আরেকটি মরীচিকা। মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, হোয়াইট হাউজের ২১ দফা পরিকল্পনা আঞ্চলিক নেতাদের কাছ থেকে নীতিগত সমর্থন পেয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নিউইয়র্ক ঘোষণার সঙ্গে এই মার্কিন পরিকল্পনার বিস্তর মিল রয়েছে। ট্রাম্প প্রশাসন ও জাতিসংঘ সমর্থিত পরিকল্পনা উভয়েই গাজা থেকে ফিলিস্তিনিদের ব্যাপক স্থানচ্যুতি প্রত্যাখ্যান করেছে। কুখ্যাত ‘ট্রাম্প রিভিয়েরা’—যার অর্থ জোরপূর্বক বা স্বেচ্ছা দেশত্যাগ—কোনও পক্ষই সমর্থন করছে না। উভয় পরিকল্পনায় ভবিষ্যৎ শাসনে হামাসের ভূমিকা নেই, তবে সংগঠনটিকে সরাসরি নিষিদ্ধ করার প্রস্তাবও নেই। শর্ত হচ্ছে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে। পশ্চিম তীরে নতুন করে ভূমি...