বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরকে সম্প্রতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতির পদ দেওয়া হয়েছে। পদ পেয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ, বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন আলমগীরসহ মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব কমিটি ঘোষণা করা হয়। গত ২২ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো প্রকাশ করা হয়। উপজেলা বিএনপি সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি করা হয়েছে...