কেঁদে, আল্লাহর কাছে বিচার দিয়েও পার পাননি হালিম উদ্দিন আকন্দ৷ ময়মনসিংহের তারাকান্দায় জোর করে তার দাড়ি-চুল কেটে দেয়া হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীকে পোশাকের কারণে হেনস্তার পর ক্যাফেটেরিয়ায় পুরুষ কর্মীকেও হেনস্তার শিকার হতে হয়েছে হাফপ্যান্ট পরে কাজ করার কারণে৷ বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল-দাড়ি জোর করে কেটে দেয়ার ঘটনাটি চার মাস আগের৷ কয়েকদিন আগে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদনও প্রকাশিত হচ্ছে। কিন্তু পুলিশ এখনো নির্বিকার৷ পুলিশের দাবি, যারা কাজটি করেছে, তারা ঢাকার টিকটক গ্রুপ, হিউম্যান সর্ভিস বাংলাদেশ-এর সদস্য। কিন্তু ৭০ বছর বয়সি হালিম উদ্দিন আকন্দ ও তার পরিবারের সদস্যরা ডয়চে ভেলের কাছে দাবি করেন, ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের সঙ্গে স্থানীয় আট-নয়জনও ছিলেন। ‘নির্দিষ্ট পোশাক’ ছাড়া ভিডিওতে যাকে দেখা গেছে, সে...