২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে এবং শোষণ-নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য দেশে নারীরা সমঅধিকার ভোগ করলেও বাংলাদেশে এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থার পরিবর্তনে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার নারীর অধিকার, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের মনিপুরে অনুষ্ঠিত “নারীর মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিতে যথাযথ পদক্ষেপে বিএনপির অঙ্গীকার” শীর্ষক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। কাইয়ুম চৌধুরী বলেন, নারীবান্ধব, নিরাপদ ও স্বাধীন সমাজ গঠনের মাধ্যমে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। শিক্ষা, সমাজ, রাজনীতি ও গণআন্দোলনে নারীর...