২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর উপর অতর্কিত হামলায় ১ সেনা সদস্য আহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চেঙ্গী স্কয়ার মোড়ে জুম্ম ছাত্র জনতার সমাবেশ চলাকালে মাইনী ভ্যালীস্থ স্মৃতিসৌধ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হলে কাঁচ ভেঙে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্য গাড়ির চালক আহত হন। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে সরকারি কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালী এলাকা থেকে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু হয়। এতে গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবংএকজন আহত হয়। সম্প্রতি খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় ১ মারমা তরুণী সঙ্গবদ্ধ চক্রের ধর্ষণের শিকার হন। উক্ত ঘটনায়...