২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার সময় অনেক দেশের প্রতিনিধিরা কক্ষ ত্যাগ করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাওভাবে এটি 'বয়কট' বা 'ওয়াকআউট' হিসেবে প্রচারিত হয়েছে। বিশ্বমঞ্চে নরপিশাচ নেতানিয়াহুর অপমানিত হওয়ার এই দৃশ্য মুহূর্তেই বিশ্বব্যাপী ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রীর বক্তব্য বয়কটের ঘটনা ঘটে। নেতানিয়াহুর বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই বহু দেশের প্রতিনিধি এবং কূটনীতিকরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রক্তপিপাসু নেতানিয়াহু বক্তব্য শুরু করার সময়ই বিভিন্ন দেশের ডজনখানেক প্রতিনিধি প্রতিবাদস্বরূপ কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন। অধিবেশন কক্ষ প্রায় ফাঁকা হয়ে যায়। এটি তার বক্তব্যের প্রতি ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিচ্ছিন্নতা ও প্রতিবাদের প্রকাশ বলে...