ইসলামী প্রজাতন্ত্র ইরান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে বলে শুক্রবার জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম। জাতিসংঘের সম্ভাব্য ব্যাপক নিষেধাজ্ঞা ইরানের ওপর পুনরায় আরোপিত হওয়ার আগে এ খবর আসে।রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘হরমোজগানের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ইরান হরমোজ কম্পানি এবং রোসাটমের মধ্যে ২৫ বিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’বর্তমানে ইরানের কার্যকর একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হলো দক্ষিণাঞ্চলের বুশেহর প্ল্যান্ট, যার উৎপাদন ক্ষমতা এক হাজার মেগাওয়াট—যা দেশের জ্বালানি চাহিদার সামান্য অংশই পূরণ করে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, প্রতিটি নতুন প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে এক হাজার ২৫৫ মেগাওয়াট। তবে সময়সীমা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।ইউরোপীয় পক্ষগুলোর উদ্যোগে ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অধীনে ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা শনিবারের শেষ নাগাদ পুনরায় কার্যকর হওয়ার কথা।গত মাসে ব্রিটেন,...