২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ঘিওর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা জামায়াতে ইসলামীর আমির জহিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জের ঘিওরে জামায়েত ইসলামী বাংলাদেশ মনোনীত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘিওর, দৌলতপুর ও শিবালয়ের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ্যাড. আনোয়ার হোসেন, বি.আই.ডব্লিউ এফ (ঢাকা উত্তর অঞ্চল) আব্দুল হক বিশ্বাস প্রমুখ। বন্দরে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত হয়ে ১০ লাখ টাকা ক্ষতিসাধণ এখনও ফ্যাসিস্ট মনিরুল সিন্ডিকেটের ইশারায় চলছে ইমিগ্রেশন ‘এস...