বরিশাল নগরে একটি পার্কে প্রবেশ করা নিয়ে দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার বিকালে নগরের বেলস পার্ক গ্রীন সিটির সামনে এ ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। আহতরা হলেন- সময় টিভির ক্যামেরা পারসন সুমন হাসান এবং চ্যানেল ২৪ এর ক্যামেরা পারসন শাকিল হাওলাদার পাপ্পু। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন হাসান বলেন, “বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যাই। এ সময় আমার মেয়ে ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। মেয়েকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাধা দেন বরিশাল নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। “এ সময় পার্কের ভেতর বেল্লাল গাজীর...