বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন হবে জুলাই সনদভিত্তিক ও পিআর পদ্ধতিতে। যারা বলেন আমরা পিআর পদ্ধতি বুঝি না, আমরা তাদের বিনা খরচে প্রশিক্ষণের মাধ্যমে এ পদ্ধতি শিখাতে প্রস্তুত। শুক্রবার বিকেল ৪টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় জেলা জামায়াতের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এক সময় আপনরা তত্ত্বাবধায়ক সরকারও বুঝেননি। তখনও বলেছিলেন এই পদ্ধতি দিয়ে কী করে। পরে আপনারাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দিন-রাত মাঠে ছিলেন। জামায়াত দুর্বল সংগঠন নয়, ধমক কিংবা ভয় দেখিয়ে দমন করা যাবে না। এ দেশের আপামর জনতা পরিবর্তন চায় এবং আগামী দিনে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য...