নির্বাচন ঘোষণার আগেই নির্বাচনী প্রচারে নেমেছেন ইসলামী আন্দোলনের মনোনীত সম্ভাব্য প্রার্থীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ঢাকা-৭ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। তিনি দলটির ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জুমার নামাজ শেষে কামরাঙ্গীরচর ছাতা মসজিদ থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। কয়েক হাজার নেতাকর্মী সাথে নিয়ে গাড়িতে চড়ে এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। গণসংযোগ শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এ সময় তিনি বলেন,“স্বাধীনতার পর থেকে দেশে অনেকবার ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠায় বারবার তারা ব্যর্থ হয়েছে। নিজেদের পকেট ভারি করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে পেশীশক্তির ব্যবহার করেছে। আমরা কথা...