বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক খসড়ায় বাদ পড়া ১৫টি ক্লাব শেষ পর্যন্ত ফের কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে। দুদকের পর্যবেক্ষণের কারণে বিতর্কিতভাবে এসব ক্লাবকে খসড়া তালিকায় রাখা হয়নি। তবে বিসিবি নির্বাচন কমিশনের শুনানিতে সংশ্লিষ্ট প্রতিনিধিদের দাবি ও যুক্তির পরিপ্রেক্ষিতে অবশেষে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের ভোটাধিকার।আরো পড়ুন:নোংরামি সরিয়ে ক্রিকেটের বৃহৎ স্বার্থ দেখার আহ্বানবিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে এবারের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে তিনি গুলশান ক্রিকেট ক্লাবের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। তামিমসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধি শুনানিতে উপস্থিত হয়ে জানিয়েছিলেন— কাউন্সিলরশিপ হারালে প্রায় ৩০০ ক্রিকেটার ও তাদের পরিবারের জীবন–জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের বক্তব্যের...