গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে শচিন ওঝা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। শচিন ওঝা একই গ্রামের মৃত গয়ালী ওঝার ছেলে। নিহতের ছেলে সুমন ওঝা জানান, সকালে বাড়ির পাশের একটি কলাগাছ কাটতে যান তার বাবা। এ সময় চাক ভেঙে গেলে ভিমরুলের দল তাকে কামড়ায়। এতে গুরুতর আহত হন তিনি। স্বজনেরা তাকে...