আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপ ও এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের জন্য রোববার থেকে অনুশীলনে নেমে পড়েছেন আফঈদা খন্দকাররা। বাফুফে ভবনে ক্যাম্প করে মেয়েদের অনুশীলন হচ্ছিল পাশেরই নতুন স্থাপিত টার্ফে। বাফুফে আগেই ঘোষণা করেছিল মেয়েদের এশিয়ান কাপের আবাসিক ক্যাম্প হবে ঢাকার বাইরে। সে সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইজিজেড কে ক্যাম্পের জন্য বাছাই করেছে বাফুফে। শনিবার খেলোয়াড়দের নিয়ে কোচ পিটার বাটলার চলে যাবেন চট্টগ্রামে। পরের দিন থেকে সেখানে শুরু হবে পুরোদমে অনুশীলন। দুইটি দলের আবাসিক ক্যাম্পের জন্য কোচ পিটার বাটলার ৪৩ জন ফুটবলারকে ডেকেছেন। তবে সবাইকে পাচ্ছেন না শুরু থেকে। ১০ জন ফুটবলার আছেন ভুটানে। সেখানে তারা দেশটির ঘরোয়া লিগে খেলছেন। রয়েল থিম্পু কলেজের হয়ে এএফসি এশিয়ান কাপে অংশ নেওয়া স্বপ্না রানী...