ওষুধের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০০ শতাংশ শুল্ক আরোপের ফলে বড় ধাক্কা খেয়েছে ভারতের ওষুধ খাত। এরই মধ্যে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর শেয়ারে পতন ঘটেছে। তবে জেনেরিক ওষুধগুলো এই শুল্কের আওতার বাইরে থাকায় খুব বেশি একটা প্রভাব পড়বে না বলে দাবি করেছেন এই খাতের ভারতীয় সংগঠনগুলো। ট্রাম্পের এই ঘোষণার পর শুকব্রার (২৬ সেপ্টেম্বর) বড় পতন হয়েছে সামনের সারির ভারতীয় ওষুধ কোম্পানিগুলোতে। তার মধ্যে ওকহার্ডের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৪ শতাংশ, ইন্ডোকো রেমেডিজ ৫ দশমিক ৩৫ শতাংশ, জাইডাস লাইফসায়েন্সেস ৪ দশমিক ২১ শতাংশ, গ্লেনমার্ক ফার্মা ২ দশমিক ৯৯ শতাংশ ও সান ফার্মা ২ দশমিক ৫৫ শতাংশ কমেছে। এছাড়া লুপিন ২ দশমিক ০৭ শতাংশ, ডক্টর রেড্ডি’স ১ দশমিক ৭৩ শতাংশ ও অরবিন্দো ফার্মা শূন্য দশমিক ৫৭ শতাংশর শেয়ার দর হারিয়েছে। তাছাড়া...