ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫-পরবর্তী অনিয়ম ও অসঙ্গতি নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। সংগঠনটির দাবি, যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই প্রশাসন অভিযোগগুলোকে ‘অনির্দিষ্ট ও সারবত্তাহীন’ বলে খারিজ করেছে। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, নির্বাচনের দুই সপ্তাহ পর উত্থাপিত অভিযোগগুলোর বেশিরভাগই ভিত্তিহীন। তবে ছাত্রদল বলছে, তারা নির্বাচনের তিন দিনের মধ্যেই সুনির্দিষ্টভাবে লিখিত আবেদন জমা দিয়েছিল এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের বহু প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় পরে সংবাদ সম্মেলন করেছে। ছাত্রদলের অভিযোগ, বিশেষত সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের দাবি ‘অনির্দিষ্ট’ হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছে, অথচ প্রার্থীরা হাজী মুহম্মদ মুহসীন হল, সলিমুল্লাহ মুসলিম হল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নির্দিষ্ট বুথের ফুটেজ পর্যালোচনার...