পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৬৪ কোটি ১৮ লাখ ৩৫ হাজার ৪০৪ টাকা। এর মধ্যে ড্রেন নির্মাণ ও সংস্কারে ধরা হয়েছিল ১ কোটি ৮০ লাখ টাকা। পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে ৫১ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার ৩০০ টাকার বাজেটে ড্রেনেজ খাতে রাখা হয় মাত্র ৬৯ লাখ ৯০ হাজার টাকা। কিন্তু মাঠপর্যায়ে কলাবাগান মার্কেটে আজও কোনো স্থায়ী ড্রেন নির্মাণ হয়নি। ড্রেনেজের এ অচলাবস্থা শুধু মার্কেটেই সীমাবদ্ধ নয়। পূর্বপাশে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ, যেটি বড় মাঠ নামে পরিচিত, সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। স্কুল মাঠের পাশে থাকা ড্রেনগুলোও বছরের পর বছর পরিষ্কার না করায় পানি আটকে থাকে দীর্ঘ সময়। কলাবাগান খান সুপার মার্কেট থেকে শুরু করে বিরামপুর প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল পর্যন্ত কার্যকর ড্রেন সংযোগ দ্রুত স্থাপন করা হলে এলাকার পানি...