নানা শ্রেণি ও বর্ণের মানুষকে নিয়ে 'সবার বাংলাদেশ' গড়ার প্রত্যয়ে হয়ে গেল শরৎ উৎসব। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নাচ, গান, কবিতা আর কথামালায় এ উৎসব আয়োজন করে ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’। শুভ্র কাশফুল, নীল আকাশ আর সাদা মেঘের ঋতু শরতের আবহে এদিন বকুলতলায় জড়ো হন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষক ও নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াঙ্কা প্যারিস। গান গেয়ে শোনান কোহিনুর আক্তার গোলাপী ও সাগর বাউলের দল। গানের ফাঁকে ছিল স্বরচিত কবিতা পাঠ। এতে অংশ নেন মাজহার সরকার, মৃদুল মাহবুব, সাম্য সাহা, রাফসান গালিব, সানাউল্লাহ সাগর, লাবণ্য লিপি, রিক্তা রিচি এবং লতিফুল ইসলাম শিবলী। এর আগে উদ্বোধন পর্বে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, "আমাদের দেশের অনেক কিছু নিয়ে হয়তো আমরা...