ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পূর্ব ঘোষণা অনুযায়ী উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদকে সাংবিধানে সংযুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিলপূর্ব বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচন দেখিয়ে দিয়েছে, এ দেশের মানুষ চাঁদাবাজদের আর চায় না। তাই আমাদের চাঁদাবাজ বন্ধুদের বলব এখন একটু চাঁদাবাজি থামান। জনগণকে আর মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে,মিথ্যা পরিহার করুন এবং চাঁদাবাজি বর্জন করুন। ইতোমধ্যে এ দেশের মানুষ দেখিয়ে দিতে শুরু করেছে, যেখানেই চাঁদাবাজি ও দখলদারি হচ্ছে জনগণ সেখানেই তাদের প্রত্যাখ্যান করছে। পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে আকন্দ আরও বলেন, পৃথিবীর ৯১টি দেশে পিআর বা সংখ্যানুপাতিক...