নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার ভাষণের শুরুতেই প্রতিবাদ জানিয়ে কয়েক ডজন দেশের প্রতিনিধি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন। ভাষণ চলাকালে হাতে গোনা মাত্র কয়েকজন নেতানিয়াহুর বক্তব্যে হাততালি দেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের অধিভুক্ত করতে না দেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দেন। এর পরই নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দেন। নেতানিয়াহু তার বক্তব্যের শুরুতে গাজার হামাস নেতাদের উদ্দেশে বলেন, “অস্ত্র নামিয়ে রাখুন, জিম্মিদের মুক্তি দিন। এটি করলে আপনারা বাঁচতে পারবেন। আর না করলে ইসরায়েল আপনাদের খুঁজে বের করবে।” পরে তিনি হাতে কয়েকটি প্ল্যাকার্ড তুলে ধরেন এবং সেগুলো পড়ে শুনিয়ে প্রশ্ন করেন—“আমেরিকা নিপাত যাক বলে চেঁচায় কারা?” এরপর তিনি তালিকায় দেখান: ১. ইরান, ২. হামাস, ৩. হিজবুল্লাহ, ৪. হুতি, ৫. সবগুলোই। কক্ষে...