সুবর্ণচরে ভয়াল মেঘনার করাল গ্রাসে ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকার সচেতন নাগরিক সমাজ। গতকাল বৃহস্পতিবার বিকালবেলা উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর ঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, মেঘনার অস্বাভাবিক ভাঙনে কাটাখালি ঘাট, সৈয়দপুর, চনখোলা সমাজসহ আশপাশের গ্রামীণ জনপদ এখন হুমকির মুখে। প্রতিনিয়ত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনের ফলে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এলাকাবাসী আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কবলে থাকা এসব এলাকায় সরকারিভাবে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নদী ভাঙনের গতি দিন দিন আরও ভয়াবহ আকার ধারণ করছে। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ফিরোজ আলম,ইসলামী আন্দোলন বাংলাদেশ সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার সভাপতি মাওলানা ইসরাফিল,...