এই বিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. জাফর আহামদ জানান, কমলা চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন হয় না। উপজেলার পতিত জমি চাষের আওতায় আনার পরিকল্পনা হিসেবে কমলা চাষে চাষীদেরকে উদ্ধুদ্ধকরণ করা হয়েছিল। কমলা উৎপাদন খরচের তুলনায় বাজার মূল্য বেশি থাকায় উপজেলার কৃষকদের মাঝে কমলা চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। দশমিনা (পটুয়াখালী) : উপজেলার গছানী গ্রামে কাজী আনিছের কমলার বাগান -সংবাদ পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে বাণিজ্যিকভাবে কমলা চাষ করে বাজিমাত করেছে। উপজেলার প্রান্তিক এই চাষী পারিবারিক চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে। চলতি বছর কাজী আনিছ তার কৃষি খামারে চায়না কমলা-৩ চাষ করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট...