আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটারের এক-তৃতীয়াংশই তরুণ। এই বিশাল তরুণ ভোট টানতে ইতোমধ্যে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরই অংশ হিসাবে প্রার্থী মনোনয়নে অপেক্ষাকৃত তরুণদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির অঙ্গ ও ভাতৃপ্রতিম তিন সংগঠন- ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতারা এগিয়ে আছেন। নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা-এসব মানদণ্ড যাচাই করেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেরজন্য বিএনপির প্রার্থী বাছাইপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত...