ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা কাজী মো. আব্দুর রউফ বলেছেন, আপনারা বুকভরা প্রত্যাশা নিয়ে এযাবৎ বিভিন্ন দলকে ভোট দিয়ে আসছেন। কেউ আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সবাই নিজেদের আখের গুছিয়েছে। দেশ ও জনগণের কথা কেউ ভাবেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছেন। সবাই পরীক্ষায় ফেল করেছে। আমাদের একবার ভোট দিয়ে দেখুন। আমরা যদি আপনাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হই তাহলে আর কোনদিনই ভোট চাইতে আপনাদের কাছে আসব না। সব রাজনৈতিক দলই দেখেছেন এবার দয়া করে আমাদের দেখুন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু নির্বাচন দেখি নাই। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে আমরা কেউ ভোট দিতে পারি নাই। আমরা আর অতীতের মতো কোনো প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চাই না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫...