‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর থানার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ বাজারে গিয়ে শেষ হয়। দৌলতপুর উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার। আরও উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আরজ উল্লাহ, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক ও পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ...