পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রীকে খুন করে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করেছেন স্বামী। দোতালা টিনের ঘরের আড়ার সঙ্গে লাশ ঝুলিয়ে রেখে নাটক সাজান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে তার স্বামী। জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভান্ডারিয়া পৌর শহরের দক্ষিণ ভান্ডারিয়া গ্রাম থেকে স্বর্ণা রানী দাস (২২) নামে এক সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়। নিহত স্বর্ণার স্বামী আশুতোষ দাস সন্ধ্যায় তার শাশুড়ি মনি রানীকে জানান, আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে আসেন। তখন তিনে মেয়েজামাই আশুতোষকে বলেন, আমি যখন নিতে চাইলাম তুমি দিলে না। আমার সুস্থ মেয়েকে তোমরা কী করেছ। পরে স্বামী আশুতোষ স্ত্রীকে হাসপাতালে রেখে গা-ঢাকা দেয়। আরও পড়ুনআরও পড়ুন‘এস আলমের টাকা শুধু শেখ হাসিনা খায় না, অনেক দলের নেতারা খায়’ ভান্ডারিয়া থানা পুলিশ তার...