জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল শেখ হাসিনা সরকারের আমলের তুলনায় শুধু ছোটই নয়, আরও লক্ষ্যনির্ভর, পরিশ্রমী ও ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাম্প্রতিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) দেওয়া বিবৃতির বিপরীতে সরকারের অভিমত তুলে ধরেন তিনি। পোস্টে শফিকুল আলম জানান, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, টিআইবি একটি সম্মানিত সিভিল সোসাইটি সংগঠন ও স্বচ্ছতার দীর্ঘদিনের প্রবক্তা। তাই তারা যাচাই করা তথ্যের বদলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যাচাইবিহীন পোস্টের ওপর ভিত্তি করে বিবৃতি দেওয়ায় হতাশা প্রকাশ করা হয়েছে। প্রতিনিধিদলের উদ্দেশ্য হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মেলনে বাংলাদেশের জনগণের স্বার্থরক্ষা ও দেশের অবস্থান তুলে ধরা। গত পাঁচদিনে প্রতিনিধিদলের সদস্যরা অন্তত ডজনখানেক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন, যার মধ্যে...