জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার বিচার, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে দেশের ২০ জেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। শুক্রবার (২৬ জুলাই) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক পূর্বঘোষিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় এসব সাংগঠনিক জেলায় বিক্ষোভ মিছিল করে জাগপার নেতাকর্মীরা। এসময় জাগপা নেতারা বলেন, জুলাই সনদের ভিত্তিতে আওয়ামী লীগ-জাপা-১৪ দল নিষিদ্ধ করে, ভারতীয় প্রভাবমুক্ত লেভেল প্লেয়িং ফিল্ডে, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সকল গণহত্যার বিচার করতে হবে, শেখ হাসিনা ও ভারতের মধ্যে অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ ও তা বাতিল করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম...