বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। ঐক্য ও শান্তির রাজনীতি করে। কিন্তু দেশে একটি চক্র বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ষড়যন্ত্র করছে। তারা ৭১-এর পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নে বাধাগ্রস্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে পথসভায় এ কথা বলেন তিনি।টিপু বলেন, বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছেন। পিআর পদ্ধতি হলো ভোট দেবেন লালপুরে, এমপি হবে মাদারীপুরে। আপনারা কাকে ভোট দিলেন জানতে পারবেন না।তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কাজ করবে। কুটির শিল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক...