বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি ও রংপুর-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজী বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে কালো টাকা, মনোনয়ন বাণিজ্য ও ফ্যাসিবাদসহ নানা অপকর্ম বন্ধ হয়ে যাবে। একসময় শেখ হাসিনা শুধু উন্নয়নের কথা বলতেন, এখন আরেক দল শুধু নির্বাচনের কথা বলে। অথচ শহীদদের রক্তের বিচার হয়নি, আহতরা মানবিক অধিকার থেকে বঞ্চিত। শহীদদের খুনিদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় রংপুরের গঙ্গাচড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে জামায়াতের সমর্থক ও হিন্দু সম্প্রদায়ের সদস্য নরেশ চন্দ্র বলেন, একমাত্র জামায়াতই বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারে। একটি ভুলের খেসারত হিসেবে আমাকে ১৬ বছরের জেল-জুলুম...