গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুনে দগ্ধ হয়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে; যাদের মধ্যে দুইজন ফায়ার ফাইটার। শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান টঙ্গী পূর্ব থানার এসআই তুহিন মিয়া। নিহত বাবু হাওলাদার (২০) টঙ্গী নতুন বাজার এলাকার রতন হাওলাদারের ছেলে। তিনি ঘটনাস্থলের পাশে সাহারা মার্কেটের লিটন মিয়ার রঙের দোকানের কর্মচারী ছিলেন। এসআই তুহিন মিয়া বলেন, ঘটনার দিন আগুন নেভাতে গিয়ে বাবু দগ্ধ হয়েছিলেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। এর আগে সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটারসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে মঙ্গলবার ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) এবং বুধবার মোহাম্মদ নুরুল হুদা মারা যান। তাদের শরীরের...