‘রাজনৈতিক মন্তব্য’ করতে মানা করার পর সুরিয়াকুমার ইয়াদাভকে শাস্তিও দিয়েছে আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে ভারত অধিনায়ককে জরিমানা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। একই কারণে অর্থদণ্ড দেওয়া হয়েছে পাকিস্তানি পেসার হারিস রউফকে। আইসিসি আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকফোর খবর, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই ক্রিকেটারকেই ম্যাচ ফির ৩০ শতাংশ করে জরিমানা গুনতে হচ্ছে। সুরিয়াকুমারের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। আর রউফ ও তার সতীর্থ সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তিন জনই নিজেদেরকে নির্দোষ দাবি করায় আনুষ্ঠানিক শুনানি হয়। দুবাইয়ে বৃহস্পতিবার ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শুনানিতে হাজিরা দিতে হয় সুরিয়াকুমারকে। যেখানে রিচার্ডসন ভারতীয় দলপতিকে জানিয়ে দেন, ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে ব্যাখ্যা করা যায় বা ফুটিয়ে তোলা যায় কিংবা রূপ দেওয়া...