অন্তর্বর্তী সরকার পতিত আওয়ামী লীগ সরকারের ‘ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার’ চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, “ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিলেন গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে। শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিপ্লবী যুব সংহতি আয়োজিত জাতীয় যুব কনভেশনে সাইফুল হক বক্তব্য রাখছিলেন বলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি বলেন, “গণঅভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল, গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। গত এক বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে।” অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না মন্তব্য করে সাইফুল হক বলেন, “নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকর্মে ব্যবহার করে আসছে।”...