ডাকসু ও জাকসু ভোটের মতো অনিয়ম হলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোসহ বিভিন্ন অভিযোগ সংবাদমাধ্যমে আসছে তুলে ধরে উপাচার্য তা কীভাবে চাপা দেবেন সে প্রশ্ন করেন তিনি। শুক্রবার বিকালে ঢাকার মিরপুরে বিএনপি নেতা কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় বক্তব্য রাখছিলেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট হয় গত ৯ সেপ্টেম্বর, তাতে ৭০ শতাংশের বেশি ভোট পড়ার তথ্য দেয় নির্বাচন কমিশন। ভোটের লড়াইয়ে ছাত্রশিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরা। তবে কোনো পদেই তারা জয়ের মুখ দেখেননি। সম্পাদকীয় যে তিনটি পদ শিবিরের হাতছাড়া হয়, সেগুলোতে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের ১৩ দিনের মাথায় গেল কারচুপির অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে আসেন...