বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ভোটার তালিকা। অবশেষে নির্বাচন কমিশন প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত চূড়ান্ত তালিকা, যেখানে মোট ১৯১ জন কাউন্সিলর ভোটাধিকার পেলেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রাথমিক খসড়া তালিকায় বাদ পড়লেও ঢাকার ১৫ ক্লাব শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে চূড়ান্ত তালিকায়। এর মধ্যে ভাইকিংস একাডেমির কাউন্সিলর হয়েছেন ইফতেখার রহমান মিঠু। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে থাকা অনিয়মের অভিযোগ দেখিয়ে এই ক্লাবগুলোকে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে তালিকাটি অনুমোদন ও প্রকাশ করে। ঢাকার যেসব ১৫ ক্লাব নতুন করে তালিকায় যুক্ত হয়েছে—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট...