২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম সিলেটের বিশ্বনাথে মাছের গাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাতকের গোবিন্দগঞ্জ এলাকা থেকে ওই দু’জনকে আটক করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করেছে। আটককৃতরা হল- সুনামগঞ্জের ছাতক থানার দিঘলী চাকলপাড়া গ্রামের আজমল আলীর পুত্র হোসাইন আহমদ (২২) ও একই থানার দিঘলী মাঝপাড়া গ্রামের আতাউর রহমানের পুত্র মাহিদ আহমদ (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পেয়ে থানা পুলিশ আটককৃত ‘হোসাইন ও মাহিদ’কে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং ১১, তাং ৩০.০৭.২৫ইং) গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (২৬.০৯.২৫ইং) আদালতে প্রেরণ করেছে পুলিশ। ডাকাতির ঘটনায় ২...