২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম ব্যাপক উৎসহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মাদারটেক স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঘুঘুদিয়া একাদশকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ইসলামনগর একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার তুলে দেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বিএনপি'র ঢাকা জেলার সাবেক যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলমসহ বিএনপি'র বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাথালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবসমাজ এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। খেলাটি দেখার জন্য মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। লেভেল প্লেয়িং...