ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছর সময়ও বাকী নেই। গত জুনে শুরু হয়েছে এক বছরের কাউন্টডাউন। আগামী বছরের জুনে শুরু হবে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। এই বিশ্ব আসরকে সামনে রেখে মাসকট উন্মোচন করেছে ফিফা। ২০২৬ সালে ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে। একসঙ্গে তিন দেশে হওয়ায় মাসকটেও বড় চমক দেখিয়েছে ফিফা। তিন দেশের জন্য তিনটি আলাদা আলাদা মাসকট উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের তিন মাসকট হলো কানাডার ‘ম্যাপল দ্য মুস’, যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বল্ড ঈগল’ আর মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’। এই প্রাণী চরিত্রগুলো তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে। এ প্রসঙ্গ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ম্যাপল, জায়ু আর ক্লাচ হচ্ছে আনন্দ, শক্তি আর একতার প্রতীক। এগুলো ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ধারণ...