যুক্তরাজ্যে এখন থেকে চাকরির ক্ষেত্রে ডিজিটাল পরিচয়পত্র বাধ্যতামূলক করা হচ্ছে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কিয়ার স্টারমারের লেবার সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় দেশটিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এই পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। সরকারি প্রস্তাবনা অনুসারে, ডিজিটাল আইডি নাগরিকদের মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে। এতে নাম, জন্মতারিখ, ছবি, জাতীয়তা ও বসবাসের তথ্য থাকবে। তবে দৈনন্দিন জীবনে এটি বহন বা দেখানোর বাধ্যবাধকতা রাখা হয়নি। প্রধানমন্ত্রী স্টারমার এটিকে ‘যুক্তরাজ্যের জন্য বড় সুযোগ’ বলে আখ্যায়িত করেছেন। সরকারের দাবি, এটি সীমান্ত নিরাপত্তা জোরদার করবে এবং ড্রাইভিং লাইসেন্স, ভাতা বা করসেবার মতো সরকারি সুবিধা পাওয়া সহজ করবে। মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসীদের কাজের সুযোগ বন্ধ করা। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক স্বাধীনতা হ্রাসের আশঙ্কা প্রকাশ করেছেন সমালোচকরা। বিরোধী কনজারভেটিভ দলের নেতা কেমি...