ঢাকা:দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬২৪টি দলকে নিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সোশিও ক্যাম্প ১২-এর প্রথম কর্মশালা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মূল অডিটরিয়ামে এ কর্মশালা হয়। জানা যায়, সোশিও ক্যাম্প হলো সামাজিক সচেতনতাকে কেন্দ্র করে গড়ে উঠা একটু কেইস কম্পিটিশন। এটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর একটি বাৎসরিক উদ্যোগ। যার মাধ্যমে তরুণ প্রজন্মকে সামাজিক বিভিন্ন সমস্যার সমাধানের সাথে সম্পৃক্ত করা হয়ে থাকে। এ বছরের সোশিও ক্যাম্প ১২, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বড় আকারে আয়োজন করা হয়েছে, যার উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে। এবার মোট ৬২৪টি টিম অংশগ্রহণ করেছে। প্রথম কর্মশালাটি ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। কর্মশালাটিতে বক্তা হিসেবে ছিলেন, চৌধুরী মোহাম্মদ নাবিল হাসান ও সিফাত উল হক সনেট যারা তাদের...