সাত বছর পরে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাভার গণবিশ্ববিদ্যালয় ৪র্থ কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসু নির্বাচন হয়েছে। এ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও জিএস পদে বিজয়ী হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের রায়হান খান। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় ভোট গণনা। রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। এতে ভোটার ছিলেন ৪৬৭২ জন। এর মধ্যে ৭০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। ২০১৩ সালে গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-গকসুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ২০১৮ সালে তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত ফলাফলে ভিপি পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মাজেদ সালাফী...