একসময় গ্রামের মাঠে গরুর জোয়ালে চাষ করতেন চাষীরা। সেই দৃশ্য ছিলো যেন বাংলার মাটির প্রাণ। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষিও। প্রযুক্তির পাশাপাশি আবারও ফিরে আসছে প্রাণীর ব্যবহার তবে এবার গরু নয়, জায়গা করে নিচ্ছে ঘোড়া! বিশেষজ্ঞরা বলছেন, ঘোড়া শুধু গতি ও শক্তির প্রতীক নয়, এটি হতে পারে কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লবের বাহক। ঘোড়া সহজলভ্য, যত্নে তুলনামূলকভাবে সহজ, আর তার গতি ও সহনশক্তি দুই-ই চাষাবাদের জন্য দারুণ কার্যকর। সব জায়গায় প্রযুক্তি পৌঁছে না, সব কৃষকের পক্ষে মেশিন কেনা সম্ভব নয়। সেখানে ঘোড়া হতে পারে এক বিশ্বস্ত সহচর। অল্প খরচে, কম যত্নে, দ্রুত ফল। সেই সঙ্গে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক। এই নতুন ধারার চাষাবাদ যেন পুরনো দিনের ঘ্রাণ নিয়ে আসে নতুন আশা, নতুন সম্ভাবনা। প্রযুক্তি আর প্রাণীর মেলবন্ধনে গড়ে উঠতে...