দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও প্রাণ না গেলেও নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৯ জন। এইডিস মশাবাহিত এ রোগে টানা কয়েকদিন মৃত্যুর ঘটনা নথিবদ্ধ হওয়ার পর শুক্রবারের প্রতিবেদনে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। নতুন করে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা উত্তর সিটি এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি এলাকায় ৩৯ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৪ হাজার ৬৯২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর আগে...