জাতীয় ক্রিকেট লিগ টি-টুয়েন্টিতে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। তবে প্রতিপক্ষ রাজশাহী বিভাগের হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্তর ঝড়ো ব্যাটিংয়ের কাছে হার মানতে হয়েছে খুলনা বিভাগকে। ফলাফল ৮ উইকেটের বড় জয় তুলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল শান্তর দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে খুলনা বিভাগ। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে রাজশাহী বিভাগ। খুলনার ওপেনার সৌম্য সরকার ঝড়ো ইনিংস খেলেছেন, ৩৪ বলে করেছেন ৬৩ রান। তার ইনিংসে ৬টি ৪ এবং ৪টি ছক্কার মার ছিল। রানের দেখা পান আফিফ হোসেন ধ্রুব, ৪৫ বলে ৫০ রান করেন এ বাঁহাতি অলরাউন্ডার। এছাড়া নাহিদুল ইসলাম ১৭ এবং মেহেদী হাসান মিরাজ ১০...