নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের অভিযানে পুনর্ভবা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার ১৭টি সুতি ও রিং জাল জব্দ করা হয়েছে। জানা গেছে, সুতি ও রিং জাল ব্যবহারে জীববৈচিত্র বিনষ্ট হয়, নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়, আশেপাশের ফসলি জমি বিনষ্ট হয়। এ ধরণের জাল ব্যবহার মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অবৈধ জাল ব্যবহার না করতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে মৎস্যচাষী ও মৎস্যজীরীদের একাধিকবার সতর্ক করে মাইকিং করা হয়েছিল। উপজেলা প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদীতে ঐসব অবৈধ জাল দিয়ে মাছ ধরা অব্যাহত রেখেছিলেন তারা। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে নদীতে অভিযান চালানো হয়। টের পেয়ে অসাধু মৎস্যচাষী ও মৎস্যজীবিরা পালিয়ে যায়। এসময় নদীর বিভিন্ন স্থান হতে অবৈধ ১৭টি জাল উদ্ধার করা হয়। পরে জালগুলো...