এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপপর্বের ম্যাচ শেষে রাজনৈতিক মন্তব্য করায় ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান। পাকিস্তানের এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছে আইসিসি। ক্রিকেটের কর্তা সংস্থার তদন্তে আচরণবিধি ভঙ্গের ধারায় সূর্যকুমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন সূর্যকুমার ‘নির্দোষ’ দাবি খারিজ করে দেন। ভারতের অধিনায়ককে তার ম্যাচ ফি’র ৩০% জরিমানা করা হয়েছে। ভারত এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে জানিয়েছে, সূর্যকুমারের মন্তব্য যেখানে তিনি জয় উৎসর্গ করতে ভারতের সেনাদের নামে নিয়েছেন। সেটি আসলে রাজনৈতিক বার্তা বহন করে। বিশেষ করে তিনি যখন উল্লেখ করেন, পাকিস্তানের সঙ্গে মে মাসের সামরিক অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য এটি। পিসিবি দাবি করেছে, সূর্যকুমারের জন্য আইসিসি যেন লেভেল ৪ স্যাংশন আরোপ করে, যা সবচেয়ে গুরুতর শাস্তির...